১ মাসে চতুর্থবারের মতো ক্ষেপণাস্ত্র পরীক্ষা উ. কোরিয়ার

By স্টার অনলাইন ডেস্ক
1 October 2021, 05:33 AM

গত ১ মাসে চতুর্থবারের মতো বিমান-বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া।

আজ শুক্রবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন শর্তসাপেক্ষে দক্ষিণ কোরিয়ার সঙ্গে হটলাইন চালুর ঘোষণা দেওয়ার ১ দিন পর এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানো হলো।

পিয়ংইয়ং বলেছে, এসব অস্ত্র তাদের আত্মরক্ষার্থে ব্যবহার করা হবে। একইসঙ্গে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার 'দ্বিমুখী' নীতির সমালোচনা করা হয়।

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ'র প্রতিবেদনে বলা হয়েছে, নতুন বিমান-বিধ্বংসী ক্ষেপণাস্ত্রে 'নতুন প্রযুক্তি' ব্যবহার করা হয়েছে। নতুন পরীক্ষায় বোঝা যাচ্ছে কঠোর নিষেধাজ্ঞা সত্ত্বেও উত্তর কোরিয়া ক্ষেপণাস্ত্র উন্নয়নের গতি কমাতে রাজি না।

গত মাসে জাতিসংঘের পরমাণু সংস্থা বলেছে, উত্তর কোরিয়া পরমাণু অস্ত্রের জন্যে প্লুটোনিয়াম উৎপাদন করতে খুব সম্ভব একটি রিঅ্যাক্টর পুনরায় চালু করতে যাচ্ছে।