হাসপাতালে আরও কিছু দিন পর্যবেক্ষণে থাকবেন মাহাথির মোহাম্মদ

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ আরও কিছু দিন মালয়েশিয়ার জাতীয় হৃদযন্ত্র ইনস্টিটিউটে (আইজেএন) পর্যবেক্ষণে থাকবেন।

হাসপাতাল কর্তৃপক্ষের বরাত দিয়ে আজ শুক্রবার মালয়েশিয়ার সংবাদমাধ্যম ফ্রি মালয়েশিয়া টুডে এ তথ্য জানিয়েছে।

বিবৃতিতে হাসপাতাল কর্তৃপক্ষ বলেছে, ৯৬ বছর বয়সী মাহাথির বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষার মধ্যে আছেন। আগামী কয়েক দিনের মধ্যে এসব পরীক্ষা শেষ হবে। এ সময়ের মধ্যে কোনো দর্শনার্থী তাকে দেখতে যেতে পারবেন না।

গতকাল বৃহস্পতিবার ওই হাসপাতালে ভর্তি হন মাহাথির মোহাম্মদ। তখন হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, মেডিকেল চেক আপের জন্য তিনি সেখানে ভর্তি হয়েছেন।

মাহাথিরের হৃদরোগের ইতিহাস রয়েছে। ২০০৬ সালে একটি মাইল্ড হার্ট অ্যাটাক হয়েছিল তার। ১৯৮৯ সাল এবং ২০০৭ সালে সালে বাইপাস সার্জারি করিয়েছিলেন তিনি। ২০১৮ সালে বুকে সংক্রমণের কারণেও আইজেএনে চিকিৎসা নিয়েছিলেন মাহাথির।

১৯৮১ সাল থেকে ২০০৩ সাল পর্যন্ত টানা ২২ বছর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন মাহাথির। ২০১৮ সালে ৯২ বছর বয়সে ফের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি। তবে ২ বছরেরও কম সময়ের মধ্যে তার সরকার ভেঙে পড়ে।