সিঙ্গাপুর থেকে ইমেইলে পদত্যাগপত্র পাঠালেন গোতাবায়া

By স্টার অনলাইন ডেস্ক
14 July 2022, 16:10 PM
UPDATED 14 July 2022, 22:16 PM

পার্লামেন্টের স্পিকারের কাছে ইমেইল পাঠিয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন দেশে ছেড়ে পালানো শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে।

টাইমস অব ইন্ডিয়া জানায়, সিঙ্গাপুরে পৌঁছানোর পর ইমেইলে স্পিকার মাহিন্দা ইয়াপা আবেবর্ধনের কাছে পদত্যাগপত্র পাঠান তিনি।

বিষয়টি সম্পর্কে ওয়াকিবহাল একজন রয়টার্সকে জানান, গোতাবায়া তার মূল পদত্যাগপত্র যত দ্রুত সম্ভব সিঙ্গাপুর থেকে কলম্বো পাঠাবেন।

ডেইলি মিরর শ্রীলঙ্কা জানায়, রাজাপাকসে স্পিকারের কাছে পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন। এর জটিল দিকগুলো নিয়ে অ্যাটর্নি জেনারেলের সঙ্গে আলোচনা শুরু হয়েছে।

আগামীকাল সকালে স্পিকার গোতাবায়ার পদত্যাগের বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করতে পারেন।

গোতাবায়া রাজাপাকসের অবর্তমানে দেশটির প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছেন। তাকে প্রেসিডেন্টের দায়িত্ব দিয়ে গেজেটও জারি করা হয়েছে।

আজ স্থানীয় সময় বৃহস্পতিবার সৌদি এয়ারলাইনসের একটি ফ্লাইটে সিঙ্গাপুর পৌঁছান গোতাবায়া রাজাপাকসে।

এর আগে গত মঙ্গলবার রাতে ব্যাপক বিক্ষোভের মুখে একটি সামরিক উড়োজাহাজে শ্রীলঙ্কা থেকে পালিয়ে মালদ্বীপে যান গোতাবায়া। তার উপস্থিতির খবরে মালদ্বীপে বসবাসরত শ্রীলঙ্কার বাসিন্দারা বিক্ষোভ করেন।

জানা গেছে, গোতাবায়া রাজাপাকসে অল্প সময়ের জন্য সিঙ্গাপুর থাকবেন। এরপর তিনি সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে যাত্রা করবেন।