শ্রীলঙ্কায় জ্বালানি সংকট মোকাবিলায় গ্যাস স্টেশনে সেনা মোতায়েন

By স্টার অনলাইন ডেস্
22 March 2022, 18:35 PM

শ্রীলঙ্কায় তীব্র জ্বালানি সংকট মোকাবিলায় মঙ্গলবার সরকার পরিচালিত শত শত গ্যাস স্টেশনে সেনা মোতায়েন করা হয়েছে। তারা জ্বালানি বিতরণে সহায়তা করবে বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা। রয়টার্সের এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ভারত মহাসাগরীয় দেশটি বৈদেশিক মুদ্রার সংকটের সঙ্গে লড়াই করছে এবং দেশটির মুদ্রার মান কমেছে। ফলে খাদ্য, ওষুধ এবং জ্বালানির মতো নিত্যপ্রয়োজনীয় পণ্য আমদানি ব্যাহত হচ্ছে।

কলম্বোর বাসিন্দা ৩৬ বছর বয়সী সীতা গুনাসেকেরা রয়টার্সকে বলেন, সরকারকে এর সমাধান দিতে হবে। মানুষ কষ্ট এবং দুর্ভোগে আছে। আমাকে অন্য কিছুর চেয়ে জ্বালানির লাইনে বেশি সময় ব্যয় করতে হচ্ছে। সবকিছুর দাম বৃদ্ধি পেয়েছে। আমরা যা উপার্জন করি তা দিয়ে জীবন চালাতে হিমশিম খাচ্ছি।

কর্মকর্তারা জানিয়েছেন, ৩ বয়স্ক ব্যক্তির দীর্ঘ লাইনে অপেক্ষার সময় মৃত্যু হলে পেট্রোল পাম্প এবং কেরোসিন সরবরাহ পয়েন্টে সেনা মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়।

সরকারের মুখপাত্র রমেশ পাথিরানা বলেন, মজুত এবং অকার্যকর বিতরণের অভিযোগের ভিত্তিতে সেনা মোতায়েন করা হয়েছে। জনগণকে সাহায্য করতে সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে। তাদের মানবাধিকার খর্ব করতে নয়।

প্রতিটি পাম্পে দু'জন সেনা

সামরিক বাহিনীর মুখপাত্র নীলান্থা প্রেমারত্নে রয়টার্সকে বলেন, জ্বালানি বিতরণে সহায়তা করতে প্রতিটি ফুয়েল পাম্পে কমপক্ষে দু'জন সেনা মোতায়েন করা হবে। তবে, সেনারা ভিড় নিয়ন্ত্রণের সঙ্গে জড়িত থাকবে না।

পুলিশ জানিয়েছে, ৩ চাকার গাড়ির চালকের সঙ্গে তর্কাতর্কিতে সোমবার এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যা করা হয় এবং গত সপ্তাহে প্রচণ্ড গরমে ৩ জন বৃদ্ধ ব্যক্তি জ্বালানির জন্য লাইনে দাঁড়িয়ে মারা যান।