শ্রীলঙ্কার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিতে প্রস্তুত আছি: সাবেক সেনাপ্রধান
শ্রীলঙ্কার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিতে আগ্রহ জানিয়েছেন দেশটির সাবেক সেনাপ্রধান ও দেশটির প্রথম ফিল্ড মার্শাল শরৎ ফনসেকা।
ডেইলি মিরর শ্রীলঙ্কার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠ সদস্যরা নির্বাচিত করলে প্রেসিডেন্টের পদে দায়িত্ব নিতে প্রস্তুত বলে জানান শরৎ ফনসেকা।
আজ বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, 'শ্রীলঙ্কান পদুজানা পেরামানা দলের একটি অংশ ও এমপিদের কয়েকজন আমাকে প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করতে বলেছে। তাই, আমি নির্বাচিত হলে আমি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করবো।'
এর আগে শ্রীলঙ্কার প্রধান বিরোধী দল এসজেবির নেতা সাজিথ প্রেমাদাসা দেশটির প্রেসিডেন্ট নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার ঘোষণা দিয়েছিলেন।
প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করার বিষয়টি সাজিথ প্রেমাদাসা জানেন কিনা জানতে চাইলে জবাবে শরৎ ফনসেকা বলেন, 'এটা আমার ব্যক্তিগত বিষয়, নেতার কাছে বলার প্রয়োজন নেই।'
সংবাদ সম্মেলনে বিক্ষোভকারীদের প্রতি দখলকৃত রাষ্ট্রীয় ভবন তাড়াহুড়া করে ছেড়ে না যাওয়ার আহ্বান জানান ৭১ বছর বয়সী এই নেতা।
আগামী ২০ জুলাই পার্লামেন্ট সদস্যদের গোপন ভোটে নির্বাচিত হবেন শ্রীলঙ্কার পরবর্তী প্রেসিডেন্ট।
এর আগে, নির্বাচনে ত্রিমুখী লড়াই হতে পারে বলে আভাস পাওয়া গেছে।
ডেইলি মিরর শ্রীলঙ্কা জানায়, প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য দেশটির বর্তমান প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে, শ্রীলঙ্কা পদুজনা পেরামুনা (এসএলপিপি) এমপি ডালেস আলাহাপেরুমা এবং বিরোধী দলীয় নেতা সাজিথ প্রেমাদাসা মনোনয়নপত্র জমা দিতে পারেন।
শরৎ ফনসেকা সেনাপ্রধানের দায়িত্ব ছাড়ার পর রাজনীতিতে যোগ দেন। ২০১০ সালে প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসের বিরুদ্ধে নির্বাচন করে পরাজিত হন তিনি।


