রিয়াদসহ সৌদি আরবের ৫ শহরে ড্রোন হামলার দাবি হুতি বিদ্রোহীদের

By স্টার অনলাইন ডেস্ক
21 November 2021, 07:47 AM

সৌদি আরবের রাজধানী রিয়াদসহ দেশটির ৫টি গুরুত্বপূর্ণ শহরে ড্রোন হামলার দাবি করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা।

গতকাল শনিবার আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইরান সমর্থিত হুতি যোদ্ধারা গণমাধ্যমকে জানিয়েছে, তারা গতকাল সৌদি আরবের বন্দর নগরী জেদ্দাসহ বেশ কয়েকটি শহরে ১৪টি ড্রোন হামলা চালিয়েছে।

অপরদিকে, সৌদি রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এসপিএ বলেছে, সৌদি নেতৃত্বাধীন বাহিনী ইয়েমেনে হুতিদের ১৩টি অবস্থানে আক্রমণ চালিয়েছে।

হুতি সামরিক বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি গতকাল সংবাদ সম্মেলনে জানান, সৌদি আরবের রাজধানী রিয়াদ, বন্দর নগরী জেদ্দা, আভা, জিজান ও নাজরান শহরের সামরিক স্থাপনায় এবং জেদ্দায় আরামকোর তেল শোধনাগারে হামলা চালানো হয়েছে।

তবে বিস্তারিত বলতে গিয়ে তিনি স্থানের নাম ভুল করেছিলেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।

হুতিদের দাবি নিয়ে সৌদি নেতৃত্বাধীন জোট কোনো মন্তব্য না করলেও সংবাদ সংস্থা এসপিএ জানিয়েছে, গতকাল ইয়েমেনের রাজধানী সানায় হুতিদের অস্ত্রাগার, আকাশ প্রতিরক্ষা ও ড্রোন যোগাযোগ ব্যবস্থায় হামলার পাশাপাশি সাদা ও মারিব প্রদেশে হামলা চালানো হয়েছে।

জাতিসংঘের হিসাবে ইয়েমেন সংঘাতে ২ লাখ ৩৩ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের উদ্যোগে যুদ্ধবিরতির চেষ্টা করা হলেও তা কার্যকর করা যায়নি।