বিক্ষোভ দমনে কাজাখ প্রেসিডেন্টের ‘গুলি করে হত্যা’র নির্দেশ
মধ্য এশিয়ার দেশ কাজাখস্তানের সহিংস বিক্ষোভ দমনে সামরিক বাহিনীকে গুলি চালানোর নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট কাসিম-জোমার্ট তোকায়েভ।
আজ শুক্রবার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এ নির্দেশ দেন বলে বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে।
জ্বালানির মূল্য বৃদ্ধির প্রতিবাদে শুরু হওয়া এ বিক্ষোভে জড়িত থাকার অভিযোগে এ পর্যন্ত ৩ হাজারের বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। গত ৪ দিনে নিরাপত্তারক্ষীদের সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছেন ২৬ জন।
বিক্ষোভ দমনে প্রেসিডেন্ট তোকায়েভের অনুরোধের পরিপ্রেক্ষিতে রুশ-নেতৃত্বাধীন সেনাদল কাজাখস্তানে অবস্থান করছে।
'বিদেশি প্রশিক্ষিত সন্ত্রাসীরা এ অস্থিরতার জন্য দায়ী' উল্লেখ করে তোকায়েভ বলেন, 'সন্ত্রাসীরা অস্ত্রবাজি বন্ধ করেনি। তারা অপরাধ করে চলেছে বা অপরাধের প্রস্তুতি নিচ্ছে।'
'যে আত্মসমর্পণ করবে না, তাকে শেষ করে দেওয়া হবে। আমি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছি, কোনো সতর্কতা ছাড়াই গুলি করে হত্যা করতে,' বলেন তিনি।
রাশিয়া জানায়, ৭০টিরও বেশি উড়োজাহাজে রাশিয়ান সৈন্য কাজাখস্তানে গিয়েছে। বিক্ষোভকারীদের কাছ থেকে কাজাখ রাজধানী আলমাটির প্রধান বিমানবন্দর নিয়ন্ত্রণে আনার পর সেটিকে সচল রাখতে তারা কাজ করছে।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এ পর্যন্ত ২৬ জন 'সশস্ত্র সন্ত্রাসী' হত্যা করা হয়েছে। ইতোমধ্যে ১৮ জন পুলিশ এবং ন্যাশনাল গার্ডের সদস্য নিহত হয়েছেন।
শুক্রবার আলমাটির মূল শহরে গুলির শব্দ শোনা গেছে। বুধবার থেকে দেশটিতে ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছে।