ফিলিপাইনে সামরিক উড়োজাহাজ দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৫০
উড়োজাহাজটি সুলু প্রদেশের জোলো বিমানবন্দরে অবতরণের সময় বিধ্বস্ত হয়। ছবি: এপি
ফিলিপাইনে সামরিক উড়োজাহাজ দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৫০ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আরও অনেকেই আহত হয়েছেন।
বিবিসি জানায়, গতকাল লকহেড সি-১৩০ মডেলের উড়োজাহাজটি সুলু প্রদেশের জোলো বিমানবন্দরে অবতরণের সময় বিধ্বস্ত হয়। এসময় উড়োজাহাজটিতে ৯৬ জন আরোহী ছিলেন, যাদের বেশিরভাগই সেনা সদস্য।
দেশটির জঙ্গিগোষ্ঠী আবু সায়াফের সদস্যদের প্রতিহত করতে সেনা সদস্যদের সেখানে পাঠানো হচ্ছিল।
ফিলিপাইনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, নিহতদের প্রায় সবাই সেনা সদস্য। তবে, ঘটনাস্থলে অবস্থানকারী তিন জন বেসামরিক লোকও এতে নিহত হয়েছেন।
সেনাবাহিনীর এক মুখপাত্র জানান, তারা দুর্ঘটনার কারণ অনুসন্ধান করছেন।
মেজর জেনারেল এডগার্ড অ্যারেভালো বলেন, ‘উড়োজাহাজটিকে আঘাত করে ভূপাতিত করা হয়েছে, এমন কোনো লক্ষণ পাওয়া যায়নি।’