পাকিস্তানের সঙ্গে আরও দৃঢ় সম্পর্ক চান বিল গেটস
মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা ও বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি বিল গেটস জানিয়েছেন, তার ফাউন্ডেশন পাকিস্তান সরকারের সঙ্গে সম্পর্ককে আরও দৃঢ় করা এবং উভয় পক্ষকে প্রভাবিত করে এরকম বিষয়গুলোর মোকাবিলায় পারস্পরিক সহযোগিতার দিকে অধীর আগ্রহে অপেক্ষা করছেন।
গতকাল মঙ্গলবার বিল গেটস পাকিস্তানের প্রেসিডেন্ট ড. আরিফ আলভিকে পাঠানো এক চিঠিতে এ কথা বলেন। একইসঙ্গে গত ফেব্রুয়ারিতে তার প্রথম পাকিস্তান সফরের সময় উষ্ণ অভ্যর্থনা জানানোয় আলভিকে অশেষ ধন্যবাদ জানান বিল গেটস।
পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের প্রতিবেদন অনুযায়ী, গত ফেব্রুয়ারিতে দিনব্যাপী সফরের সময় বিল গেটস প্রেসিডেন্ট আরিফ আলভি ও প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে আলাদা করে বৈঠক করেন।
তিনি একইসঙ্গে অধুনালুপ্ত ন্যাশনাল কমান্ড অ্যান্ড অপারেশন্স সেন্টারও সরেজমিনে পরিদর্শন করেন। এই সংস্থাটি পাকিস্তানে করোনাভাইরাস মোকাবিলার সঙ্গে জড়িত এবং দেশটি থেকে পোলিও দূর করার জন্য এটি সব মহলের প্রশংসা পায়।
সফর চলাকালীন সময়ে প্রেসিডেন্ট আলভি বিল গেটসকে 'হিলাল-ই-পাকিস্তান' খেতাবে ভূষিত করেন, যেটি দেশটির অন্যতম প্রধান খেতাব।
চিঠিতে বিল আরও উল্লেখ করেন, এই খেতাব পেয়ে তিনি সম্মানিত এবং প্রেসিডেন্টের সঙ্গে দেখা করে তিনি আনন্দিত হয়েছেন।
বিল জানান, তিনি বাচ্চাদের বেড়ে ওঠার সমস্যা, অপুষ্টি, পরিবার পরিকল্পনা এবং সামাজিক সুরক্ষা কর্মসূচির মতো 'অতীব গুরুত্বপূর্ণ' সমস্যাগুলো নিয়ে আলভির সঙ্গে আলাপ করতে পেরে 'স্বস্তি' বোধ করেছেন।
চিঠিতে তিনি আরও বলেন, 'আমি পাকিস্তান সরকার ও আমাদের (বিল ও মেলিন্ডা গেটস) ফাউন্ডেশনের মধ্যে অংশীদারিত্বকে আরও শক্তিশালী করে এই সমস্যাগুলো এবং উভয় পক্ষকে প্রভাবিত করে এরকম অন্যান্য বিষয়ে কাজ করার দিকে অধীর আগ্রহে অপেক্ষা করছি।'
বিল গেটস পাকিস্তানের শিশুদের স্বাস্থ্য ও সার্বিকভাবে ভালো থাকার বিষয়গুলোর প্রতি প্রেসিডেন্টের ধারাবাহিক ও চলমান অঙ্গীকারের প্রশংসা করেন।
তিনি নির্দিষ্ট করে পরবর্তী প্রজন্মের শিশুদের জন্য পোলিওমুক্ত ভবিষ্যৎ গড়ে তোলার উদ্যোগের কথাও উল্লেখ করেন।
বিল চিঠিতে পুনর্ব্যক্ত করেন, পাকিস্তান 'ভয়াবহ পর্যায়ের পোলিও রোগের' বিরুদ্ধে লড়াইয়ে অভাবনীয় উন্নতি করেছে এবং ১ বছরেরও বেশি সময় ধরে দেশটিতে কোনো পোলিও রোগী শনাক্ত হয়নি।
তবে তিনি উল্লেখ করেন, দক্ষিণের খাইবার পাখতুনখোয়া অঞ্চলে এখনো এ রোগের সংক্রমণ হচ্ছে।
বিল জানান, প্রেসিডেন্ট আলভির চলমান উদ্যোগ পাকিস্তানকে পোলিওর হাত থেকে চিরতরে মুক্তি লাভের ক্ষেত্রে অনেকদূর এগিয়ে নিয়েছে।
চিঠির শেষে বিল উল্লেখ করেন, 'আশা করি শিগগির আমাদের মধ্যে আবারো কথা হবে।'