নিয়োগের একদিন পরই শ্রীলঙ্কার অর্থমন্ত্রীর পদত্যাগ
অর্থনৈতিক সংকটের মধ্যে নিয়োগ পাওয়ার একদিন পরই পদত্যাগ করেছেন শ্রীলঙ্কায় নতুন অর্থমন্ত্রী আলি সাবরি।
আজ মঙ্গলবার ভারতের সংবাদমাধ্যম বিজনেস টুডের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কায় অর্থনৈতিক সংকট চরম আকার ধারণ করেছে। এ পরিস্থিতিতে গতকাল প্রেসিডেন্ট গাতাবায়া রাজাপাকসে তার ভাই অর্থমন্ত্রী বাসিল রাজাপাকসেকে বরখাস্ত করে সাবরিকে নিয়োগ দেন। তবে এক দিনের মাথায় তিনিও পদত্যাগ করলেন।
প্রেসিডেন্টের কাছে দেওয়া এক চিঠিতে সাবরি জানান, তিনি সাময়িকভাবে এই দায়িত্ব নিয়েছিলেন।
'তবে অনেক চিন্তাভাবনা ও আলোচনা করে এবং বর্তমান পরিস্থিতি বিবেচনায় নিয়ে আমি আমার দৃষ্টিভঙ্গি পাল্টেছি। আমার মতে মহামান্যের (প্রেসিডেন্ট) উচিৎ হবে এই নজিরবিহীন সংকট নিরসনে নতুন একজন অর্থমন্ত্রী নিয়োগ দেওয়া, যিনি নতুন দৃষ্টিভঙ্গি ও অভিনব প্রক্রিয়া অবলম্বন করতে পারবেন', বলেন সাবরি।
গত সোমবার সাবরিসহ ৪ জনকে নতুন মন্ত্রী হিসেবে নিয়োগ দেন প্রেসিডেন্ট রাজাপাকসে।