নববর্ষে ১৬০০ কারাবন্দি মুক্তির ঘোষণা মিয়ানমার জান্তার

By স্টার অনলাইন ডেস্ক
17 April 2022, 13:41 PM
UPDATED 17 April 2022, 19:48 PM

মিয়ানমারের নববর্ষ উপলক্ষে সাধারণ ক্ষমার আওতায় সারা দেশের কারাগার থেকে ১৬০০ এর বেশি বন্দিকে মুক্তি দেওয়ার ঘোষণা দিয়েছে দেশটির সামরিক সরকার। তাদের মধ্যে ৪২ জন বিদেশিও আছেন।

মিয়ানমারের সরকারি টেলিভিশন চ্যানেলে আজ রোববার এ ঘোষণা দেওয়া হয় বলে বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে।

জান্তা সরকারের স্বরাষ্ট্র সচিব লেফটেন্যান্ট জেনারেল অং লিন ডুয়ে সাধারণ ক্ষমা ঘোষণা করে এক বিবৃতিতে সই করেছেন। এতে বলা হয়, 'সাধারণ ক্ষমার আওতায় ৪২ জন বিদেশিসহ ১ হাজার ৬১৯ জন কারাবন্দিকে মুক্তি দেওয়া হচ্ছে।'

গত বছর নববর্ষে সাধারণ ক্ষমায় মুক্তি পাওয়া বন্দির সংখ্যা ছিল ২৩ হাজার। এবার সেই তুলনায় খুব কম বন্দিকে মুক্তি দেওয়া হচ্ছে।

রয়টার্স জানিয়েছে, সাধারণ ক্ষমা ঘোষণার পর আজ মিয়ানমারের ইনসেইন কারাগারের বাইরে বন্দিদের স্বজনরা ভিড় জমান। তাদের অনেকের হাতে প্রিয়জনদের নাম সম্বলিত প্ল্যাকার্ড ছিল।

স্থানীয় এক সাংবাদিক রয়টার্সকে বলেছেন, এখন পর্যন্ত ইনসেইন কারাগার থেকে কোনো রাজনৈতিক বন্দিকে মুক্তি দেওয়া হয়নি।

এদিকে, যারা মুক্তি পাচ্ছেন, তাদের মধ্যে ২০২১ সালের ১ ফেব্রুয়ারি অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়া বেসামরিক সরকারের সদস্যরা আছেন কি না তা স্পষ্টভাবে জানা যায়নি।

অ্যাসিস্ট্যান্স অ্যাসোসিয়েশন অফ পলিটিক্যাল প্রিজনারস (এএপিপি) অ্যাক্টিভিস্ট গ্রুপের তথ্যমতে, সামরিক অভ্যুত্থানের পর থেকে কমপক্ষে ১৩ হাজার ২৮২ জনকে গ্রেপ্তার এবং ১ হাজার ৭৫৬ জনকে হত্যা করেছে মিয়ানমারের জান্তা সরকার।

বন্দিদের মধ্যে ক্ষমতাচ্যুত সরকারের নেত্রী ও নোবেল বিজয়ী অং সান সু চি  মিয়ানমারের রাজধানীতে এবং তার অস্ট্রেলিয়ান অর্থনৈতিক উপদেষ্টা শন টার্নেল ইয়াঙ্গুনের উপকণ্ঠে ইনসেইনে বন্দি আছেন।