নতুন বছরে উ. কোরিয়ার ভাবনা খাদ্যে, পারমাণবিক অস্ত্রে নয়
উত্তর কোরিয়ার নেতা কিম জং উন ক্ষমতা গ্রহণের ১০ বছর উপলক্ষে দেওয়া বক্তৃতায় পারমাণবিক অস্ত্র বা মার্কিন যুক্তরাষ্ট্রের চেয়ে ট্রাক্টর কারখানা এবং স্কুল ইউনিফর্মের কথাই বেশি বলেছেন।
দেশটির রাষ্ট্রীয় মিডিয়ার বরাত দিয়ে আজ শনিবার রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ওয়ার্কার্স পার্টি অফ কোরিয়ার (ডব্লিউপিকে) অষ্টম কেন্দ্রীয় কমিটির চতুর্থ প্ল্যানারি মিটিংয়ের বক্তব্যে কিম জং উন বলেন, '২০২২ সালের জন্য উত্তর কোরিয়ার প্রধান লক্ষ্য হবে অর্থনৈতিক উন্নয়ন শুরু করা এবং মানুষের জীবনযাত্রার উন্নতি করা। কারণ মানুষ 'জীবন-মৃত্যুর লড়াই' মোকাবিলা করছে।'
২০১১ সালে বাবার মৃত্যুর পর কিমের কার্যকরভাবে নেতৃত্ব গ্রহণের ১০ বছর পূর্তি উপলক্ষে এই বৈঠকের আয়োজন করা হয়৷
কিম বলেন, 'আগামী বছর আমাদের পার্টির প্রধান কাজ হলো পঞ্চবার্ষিকী পরিকল্পনা বাস্তবায়নের জন্য নিশ্চয়তা প্রদান করা এবং রাষ্ট্রের উন্নয়ন ও জনগণের জীবনযাত্রার মানের ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য পরিবর্তন আনা।'
কিম তার বক্তৃতার বেশিরভাগ সময়েই গ্রামীণ উন্নয়নের জন্য একটি উচ্চাভিলাষী পরিকল্পনা থেকে শুরু করে মানুষের খাদ্যাভ্যাস, স্কুল ইউনিফর্ম এবং 'অ-সমাজতান্ত্রিক চর্চার' ক্ষেত্রে সামরিক অভিযান পরিচালনার প্রয়োজনীয়তার কথাও বলেছেন।