নতুন বছরে উত্তর কোরিয়ার প্রথম ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ

By স্টার অনলাইন ডেস্ক
5 January 2022, 09:45 AM

উত্তর কোরিয়া গতকাল বুধবার পূর্ব সাগরের দিকে একটি অজ্ঞাত ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী বলেছে, এটি এ বছরের প্রথম শক্তি প্রদর্শন।

জয়েন্ট চিফস অফ স্টাফ (জেসিএস) বিস্তারিত কোনো তথ্য ছাড়াই বলেছে, উত্তর কোরিয়া সকাল ৮টা ১০ মিনিটের দিকে ভূমি-ভিত্তিক একটি প্ল্যাটফর্ম থেকে পূর্ব দিকে ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করেছে।

আজ বুধবার দ্য কোরিয়া টাইমসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সাংবাদিকদের পাঠানো একটি ক্ষুদে বার্তায় জেসিএস বলেছে, 'অতিরিক্ত তথ্যের জন্য, দক্ষিণ কোরিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা কর্তৃপক্ষ একটি বিস্তারিত বিশ্লেষণ পরিচালনা করছে।'

জেসিএস জানিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের সহযোগিতায় দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী উত্তর কোরিয়ার গতিবিধি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে এবং আরও উৎক্ষেপণের সম্ভাবনার বিষয়ে নজর রাখছে।

গত বছরের অক্টোবরে একটি নতুন সাবমেরিন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোঁড়ার পর এটি উত্তর কোরিয়ার প্রথম উৎক্ষেপণ।