নতুন প্রযুক্তির হাইপারসনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার দাবি উ. কোরিয়ার

By স্টার অনলাইন ডেস্ক
29 September 2021, 05:23 AM

'হাওয়াসং-৮' নামের নতুন এক হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালানোর দাবি করেছে উত্তর কোরিয়া।

গতকাল এ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয় বলে জানিয়েছে বিবিসি।

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ জানায়, নতুন প্রযুক্তির এই ক্ষেপণাস্ত্র দেশটির ৫ বছরের সামরিক উন্নয়ন পরিকল্পনায় থাকা '৫টি গুরুত্বপূর্ণ' নতুন অস্ত্র ব্যবস্থার একটি।

তারা এটিকে 'কৌশলগত অস্ত্র' হিসেবে অভিহিত করেছে। এর ফলে ধারণা করা হচ্ছে যে, এটির পারমাণবিক বোমা বহনের সক্ষমতা আছে।

গতকালের এই উৎক্ষেপণ কঠোর নিষেধাজ্ঞার মধ্যে পিয়ংইয়ংয়ের ক্রমবর্ধমান অস্ত্র প্রযুক্তির আরেকটি ইঙ্গিত বলে মনে করা হচ্ছে।

কেসিএনএ আরও জানায়, এই অস্ত্র প্রযুক্তির উন্নয়ন সবদিক থেকে দেশের আত্মরক্ষার সক্ষমতাকে বাড়িয়ে তুলেছে।

এটি চলতি মাসে উত্তর কোরিয়ায় তৃতীয় ক্ষেপণাস্ত্র পরীক্ষা। সম্প্রতি দেশটি নতুন প্রযুক্তির ক্রুজ ক্ষেপণাস্ত্র ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষাও চালিয়েছে।