দুর্নীতির অভিযোগে ইন্দোনেশিয়ার ডেপুটি স্পিকার আটক
দুর্নীতিবিরোধী কর্মকর্তাকে ঘুষ দেওয়ার অভিযোগে ইন্দোনেশিয়ার ডেপুটি স্পিকার আজিজ শামসুদ্দিনকে আটক করেছে দুর্নীতি নির্মূল কমিশন (কেপিকে)।
দুর্নীতির সন্দেহভাজন হিসেবে অভিহিত করার পরই গোলকার পার্টির সিনিয়র সদস্য আজিজকে আটক করে দক্ষিণ জাকার্তা পুলিশ।
আজিজ লাম্পুং প্রদেশের সেন্ট্রাল লাম্পুং জেলা থেকে নির্বাচিত হয়েছেন। নির্বাচিত এলাকার বাজেট নিয়ে অনিয়মের তদন্ত বাদ দেওয়ার জন্য কেপিকের তদন্তকারী স্টেপানাস রবিন পাত্তুজুকে ঘুষ দেওয়ার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে ।
বাজেট কমিটির চেয়ারম্যান আজিজ ২০১৭ সালে অনুমোদিত সেন্ট্রাল লাম্পুং ফান্ডের ৮ শতাংশ দাবি করেন বলে অভিযোগ উঠে।
কেপিকে চেয়ারম্যান ফিরলি বাহুরি আজ শনিবার সংবাদ সম্মেলনে জানান, আজিজ ও গোলকার সদস্য আলিজা গুনাদো সেন্ট্রাল ল্যাম্পুং ফান্ডিং মামলায় দুর্নীতির অভিযোগ থেকে মুক্তি পেতে তদন্তকারী কর্মকর্তাকে এক লাখ ৪০ হাজার ডলার করে দিতে রাজী হয়।
ফিরলি বলেন, 'গত বছরের আগস্টে, তারা স্টেপানাসকে ঘুষ দেওয়া শুরু করেন। ইতোমধ্যে ৩০১ কোটি ইন্দানেশিয়ান মুদ্রা ঘুষ দিয়েছেন তারা।'