২২ আরোহী নিয়ে নেপালের তারা এয়ারের উড়োজাহাজ নিখোঁজ

By স্টার অনলাইন ডেস্ক
29 May 2022, 06:48 AM
UPDATED 29 May 2022, 13:03 PM

নেপালের তারা এয়ারের একটি উড়োজাহাজ ২২ আরোহী নিয়ে পর্যটন শহর পোখারা থেকে পার্বত্য শহর জমসমে যাওয়ার পথে নিখোঁজ হয়েছে।

আজ রোববার সকালে উড়োজাহাজটির সঙ্গে নিয়ন্ত্রণ কক্ষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় বলে জানিয়েছে দ্য কাঠমান্ডু পোস্ট।

উড়োজাহাজটিতে ১৩ জন নেপালি, ৪ জন ভারতীয়, দুজন জার্মান এবং ৩ জন ক্রু ছিলেন।

তারা এয়ারের কর্মকর্তারা জানান, পোখারা থেকে ১৯ যাত্রী নিয়ে উড্ডয়নকারী ৯এন-এইটি মডেলের উড়োজাহাজটির সঙ্গে সকাল ৯টা ৫৫ মিনিটের পর থেকে আর যোগাযোগ করা সম্ভব হয়নি।

জমসম বিমানবন্দরের এক এয়ার ট্রাফিক কন্ট্রোলার জানান, তাদের কাছে জমসমের ঘাসা এলাকায় বিকট শব্দে কোনো কিছুর বিস্ফোরণের অসমর্থিত তথ্য রয়েছে।

তিনি আরও জানান, উড়োজাহাজটির সঙ্গে শেষ যোগাযোগের স্থানে তল্লাশির জন্য একটি হেলিকপ্টার পাঠানো হয়েছে। 

তারা এয়ারের কর্মকর্তারা জানান, উড়োজাহাজটির সঙ্গে সর্বশেষ যোগাযোগ হয়েছিল লেটে পাস এলাকায়।