তুরস্ক এখনো কাবুল বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্ব নিতে চায়: এরদোয়ান
আফগানিস্তানের নিয়ন্ত্রণ তালেবানের হাতে চলে যাওয়ার পরও কাবুল বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্ব নিতে তুরস্ক আগ্রহী বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রেসিপ তাইয়েব এরদোয়ান।
আজ বৃহস্পতিবার আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে আফগানিস্তানের সংবাদমাধ্যম টোলো নিউজ এ তথ্য জানিয়েছে।
সংবাদ প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল বুধবার তুরস্কের প্রেসিডেন্ট তার এই আগ্রহের কথা প্রকাশ করেন।
তুরস্কের সূত্রগুলো জানিয়েছে, বর্তমানে কাবুলে অস্থিরতার কারণে মূল পরিকল্পনা বাদ দেওয়া হলেও তুরস্ক সেখানকার বিমানবন্দরটির নিরাপত্তা ও কারিগরি সহযোগিতার প্রস্তাব তালেবানকে দিতে চায়।
এক টেলিভিশন সাক্ষাৎকারে এরদোয়ান বলেছেন, 'তালেবান নিয়ন্ত্রণের কারণে আমাদের সামনে এক নতুন বাস্তবতা হাজির হয়েছে। সেই অনুযায়ী আমরা আমাদের পরিকল্পনা সাজাচ্ছি।'
'তুরস্ক সব পক্ষের সঙ্গে যোগাযোগ রেখে চলছে' উল্লেখ করে তিনি আরও বলেন, 'কাবুল দখলের পর তালেবানের মধ্যপন্থা অবলম্বনের ঘোষণাকে স্বাগত জানাই।'
'আফগানিস্তানের জনগণের শান্তি, সেখানে বসবাসকারী তুর্কি জাতিগোষ্ঠীর মঙ্গল ও আমাদের নিজেদের স্বার্থে আমরা যেকোনো বিষয়ে সহযোগিতা করতে প্রস্তুত আছি,' যোগ করেন তুরস্কের প্রেসিডেন্ট।