টোকিওর পাতালরেলে ছুরি হামলা ও অগ্নি সংযোগে আহত ১৭
ব্যাটম্যান'র জোকারের পোশাক পরে এক যুবক টোকিওর পাতালরেলে ছুরি হামলা চালিয়েছে ও অগ্নিসংযোগ করেছে। এতে আহত হয়েছেন ১৭ জন। তাদের একজনের অবস্থা গুরুতর।
গতকাল রোববার স্থানীয় সময় রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশের বরাত দিয়ে জাপানি গণমাধ্যম জাপান টাইমস জানিয়েছে, কিয়োটা হাত্তরি নামে ২৪ বছর বয়সী একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত যুবক পুলিশকে বলেছেন তিনি 'লোকজনকে হত্যা করতে চেয়েছিলেন'।
আহত ১৭ জনের মধ্যে ৭০ বছর বয়সী এক ব্যক্তির বুকে ছুরি লাগায় তার অবস্থা গুরুতর। বাকিরা ধোঁয়া ও অন্যান্য কারণে সামান্য আহত হয়েছেন।
এ ঘটনায় ট্রেনের যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকে ট্রেনের জানালা ভেঙে পালানোর চেষ্টা করেন।
প্রত্যক্ষদর্শীরা গণমাধ্যমকে জানিয়েছেন, হামলাকারীর এক হাতে ছোট ছুরি ও অন্যহাতে প্লাস্টিকের বোতল ছিল। তিনি ট্রেনের ভেতরে হেঁটে যাচ্ছিলেন।
তারা আরও জানান, ১০ কামরার ট্রেনটির ষষ্ঠ কামরায় আগুনে একটি আসন পুড়ে গেছে এবং পুরো ট্রেনে ধোঁয়া ছড়িয়ে পড়ে।
ট্রেনের এক যাত্রী বলেছেন, হামলাকারীর হাতে রক্তমাখা ছুরি দেখে তিনি ভেবেছিলেন এটা হ্যালোইন উৎসবের কোনো তামাশা হতে পারে।