টিকার চতুর্থ ডোজ ওমিক্রন মোকাবিলায় কম কার্যকর: ইসরায়েলের সমীক্ষা
করোনার টিকার চতুর্থ ডোজ তৃতীয় ডোজের চেয়ে বেশি অ্যান্টিবডি তৈরি করলেও ওমিক্রন মোকাবিলায় যথেষ্ট কার্যকর নয়। ইসরায়েলের এক প্রাথমিক সমীক্ষায় এ কথা বলা হয়েছে।
গতকাল সোমবার বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ইসরায়েলের সংক্রামক রোগ ইউনিটের পরিচালক গিলি রেগেভ-ইয়োচায় বলেন, দেশটির শেবা মেডিকেল সেন্টারের কর্মীদের করোনার চতুর্থ ডোজ দেওয়া হয়। ২ সপ্তাহ পর ১৫৪ জনের মধ্যে ফাইজার টিকার চতুর্থ ডোজের প্রভাব ও এক সপ্তাহ পর ১২০ জনের মধ্যে মডার্না টিকার চতুর্থ ডোজের প্রভাব যাচাই করা হয়।
যারা টিকার চতুর্থ ডোজ পাননি তাদের সঙ্গে এই ফলাফল তুলনা করা হয়। যারা মডার্না গ্রুপে ছিলেন পূর্বে তারা ৩ ডোজ ফাইজার টিকা নিয়েছিলেন বলে হাসপাতাল থেকে জানানো হয়।
রেগেভ-ইয়োচায় আরও বলেন, 'টিকাগুলো অ্যান্টিবডির সংখ্যা বৃদ্ধি করেছে এমনকি তৃতীয় ডোজের চেয়েও যা কিছুটা বেশি।'
তার মতে, 'তবে এটি সম্ভবত ওমিক্রনের জন্য যথেষ্ট নয়। আমরা এখন জানি যে, ওমিক্রন থেকে বাঁচতে প্রয়োজনীয় অ্যান্টিবডির মাত্রা রক্ষা করতে হবে।'
বিশ্বের প্রথম এমন সমীক্ষা হয়েছে দাবি করা হাসপাতালটি বলছে এটি তাদের প্রাথমিক ফলাফল। এখনো চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়নি।
গত মাসে সবচেয়ে দুর্বল ও উচ্চ-ঝুঁকিপূর্ণ মানুষদের চতুর্থ ডোজ বা দ্বিতীয় বুস্টার দেওয়া শুরু করে ইসরায়েল।