টানা তৃতীয় দিনের মতো দক্ষিণ কোরিয়ায় দিনে শনাক্ত ১ লাখের বেশি

By স্টার অনলাইন ডেস্ক
20 February 2022, 04:00 AM
UPDATED 20 February 2022, 10:08 AM

দক্ষিণ কোরিয়ায় টানা তৃতীয় দিনের মতো দৈনিক করোনা রোগী শনাক্তের সংখ্যা ১ লাখের বেশি রয়েছে।

আজ রোববার দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যম কোরিয়া হেরাল্ড এ তথ্য জানিয়েছে।

দক্ষিণ কোরিয়ার রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংস্থা (কেডিসিএ) জানিয়েছে, দেশটিতে নতুন শনাক্ত হয়েছেন ১ লাখ ৪ হাজার ৮২৯ জন এবং মারা গেছেন ৭ হাজার ৪০৫ জন। এ ছাড়া, করোনায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন ৪৩৯ জন।

দেশটিতে এখন পর্যন্ত মোট ১৯ লাখ ৬২ হাজার ৮৩৭ জনের করোনা শনাক্ত হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন সংক্রমণের কারণে দেশটিতে শনাক্তের হার বেড়েছে।

এ পরিস্থিতিতে ক্যাফে-রেস্তোরাঁর ওপর বিধি-নিষেধ শিথিল করায় সরকারের সিদ্ধান্তের সমালোচনা করেছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

প্রায় ৫ কোটি ২০ লাখ মানুষের এই দেশটিতে ২ ডোজ টিকা দেওয়া হয়েছে ৮৬ দশমিক ৩ শতাংশ এবং বুস্টার ডোজ পেয়েছেন ৫৯ দশমিক ৪ শতাংশ মানুষ।