গণবিক্ষোভে অংশ নেওয়ায় মিয়ানমারে অভিনেতাকে ৩ বছরের কারাদণ্ড
মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের পর সরকারবিরোধী গণবিক্ষোভে অংশ নেওয়ার কারণে দেশটির জনপ্রিয় তারকা পেইন টাকনকে ৩ বছরের কারাদেণ্ড দেওয়া হয়েছে।
বিবিসির খবরে বলা হয়েছে, দেশটির জনপ্রিয় মডেল ও অভিনেতা পেইন টাকনের রয়েছে লক্ষাধিক ভক্ত। চলতি বছরের গত ফেব্রুয়ারিতে তিনি অভ্যুত্থানবিরোধী বিক্ষোভে অংশ নিয়েছিলেন এবং অনলাইনে সামরিক সরকারের নিন্দায় সোচ্চার ছিলেন।
নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে ক্ষমতা দখল করে মিয়ানমারের সেনাবাহিনী। এরপর থেকে তারা দেশটিতে দমন-পীড়নের নৃশংস অভিযান শুরু করে।
পেইন টাকনের বোনের ফেসবুক স্ট্যাটাস অনুযায়ী, গত এপ্রিল মাসে ৮টি মিলিটারি ট্রাকে ৫০ জন সৈন্য গিয়ে পেইন টাকনকে গ্রেপ্তার করে।
এ বিষয়ে তার আইনজীবী খিন মং মিন্ট বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, পেইন টাকনকে কঠোর শারীরিক শ্রমের শাস্তি দেওয়া হয়েছে।
তিনি আরও জানান যে, পেইন টাকনের পরিবার আপিলের বিষয়ে চিন্তা করছে।
২৪ বছর বয়সী সেলিব্রেটিকে এর আগেও বেশ কয়েকটি বিক্ষোভ ও মিছিলে অংশ নিতে দেখা গেছে।
তিনি ক্ষমতাচ্যুত বেসামরিক নেতা এবং গণতন্ত্রপন্থী আইকন অং সান সুচির ছবিও পোস্ট করেছিলেন। যাকে ভিন্নমত উসকে দেওয়া এবং কোভিড-১৯-এর নিয়ম ভাঙার অপরাধে কারাদণ্ড দেওয়া হয়েছে।