উ. কোরিয়ার পর দ. কোরিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা
উত্তর কোরিয়া তার পূর্ব উপকূলে ২টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ার কয়েক ঘণ্টা পর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে দক্ষিণ কোরিয়া।
গতকাল বুধবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি'র প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর কোরিয়ার পরমাণু ইস্যু নিয়ে চীনের সঙ্গে দক্ষিণ কোরিয়ার আলোচনার মধ্যে দেশ দুটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে।
জাতিসংঘের রেজুলেশন ভেঙে উত্তর কোরিয়া গতকাল ২টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার কয়েক ঘণ্টা পর দক্ষিণ কোরিয়া এই প্রথম সাবমেরিন থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায়।
'এর ফলে কোরীয় উপদ্বীপে অস্ত্র প্রতিযোগিতা নতুন মাত্রা পেয়েছে' উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা পূর্ব নির্ধারিত ছিল। উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষার প্রতিক্রিয়া হিসেবে দক্ষিণ কোরিয়া এই পরীক্ষা চালায়নি।
এই পরীক্ষার মাধ্যমে দক্ষিণ কোরিয়া বিশ্বে এমন প্রযুক্তিধারী দেশগুলোর মধ্যে সপ্তম অবস্থানে এসেছে।
ক্ষেপণাস্ত্র পরীক্ষার সময় দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জি-ইন উপস্থিত ছিলেন। তিনি বলেছেন, 'উত্তর কোরিয়ার উস্কানির জবাব দিতে দক্ষিণ কোরিয়া সব সময়ই প্রস্তুত।'
তিনি দক্ষিণ কোরিয়ার অস্ত্র কর্মসূচি চালিয়ে নেওয়ার আহ্বানও জানান।
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের বক্তব্যের সমালোচনা করেছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের বোন কিম ইয়ো জং।
উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ'র প্রতিবেদনে বলা হয়েছে, কিম ইয়ো জং দক্ষিণ কোরিয়াকে সতর্ক করে বলেছেন- এর মাধ্যমে দেশ দুটির মধ্যে বিদ্যমান সম্পর্কের অবনতি হতে পারে।