উত্তর কোরিয়ার হ্যাকাররা যেভাবে হাতিয়ে নিল ৬২০ মিলিয়ন ডলারের ক্রিপ্টোকারেন্সি

By স্টার অনলাইন ডেস্ক
15 April 2022, 05:30 AM

একটি গেমিং প্রতিষ্ঠানের ৬২০ মিলিয়ন ডলার মূল্যমানের ক্রিপ্টোকারেন্সি হ্যাকের জন্য উত্তর কোরিয়ার সরকার সংশ্লিষ্ট হ্যাকারদের দায়ী করেছে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই।

আজ শুক্রবার সিএনএনের প্রতিবেদনে জানানো হয়, গত মাসে একটি ভিডিও গেম নির্মাতা প্রতিষ্ঠান এই হ্যাকিংয়ের শিকার হয়।

এক বিবৃতিতে এফবিআই জানায়, তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া গেছে যে, গত ২৯ মার্চ ৬২০ মিলিয়ন ডলারের ইথেরিয়াম চুরির সঙ্গে ল্যাজারাস ও এপিটি৩৮ নামের হ্যাকার দল জড়িত, যারা ডিপিআরকের সঙ্গে সংশ্লিষ্ট।

ডিপিআরকে হলো উত্তর কোরিয়ার আনুষ্ঠানিক নাম 'ডেমোক্রেটিক পিপলস রিপাবলিক অব কোরিয়ার' সংক্ষিপ্ত রূপ। ইথেরিয়াম এক ধরনের ক্রিপ্টোকারেন্সি।

স্কাই ম্যাভিস নামের একটি প্রতিষ্ঠান এক্সি ইনফিনিটি নামের একটি ভিডিও গেম তৈরি করে, যেখান থেকে অংশগ্রহণকারীরা ক্রিপ্টোকারেন্সি উপার্জন করতে পারেন। ২৯ মার্চ প্রতিষ্ঠানটি এক বিবৃতিতে জানায়, ২৩ মার্চ এক ব্লকচেইন থেকে আরেক ব্লকচেইনে ক্রিপ্টোকারেন্সি স্থানান্তরের জন্য ব্যবহৃত একটি 'ব্রিজ' বা নেটওয়ার্ক থেকে প্রায় ৬০০ মিলিয়ন ডলারের বেশি মূল্যমানের ইথেরিয়াম হ্যাক হয়েছে।

মার্কিন ট্রেজারি বিভাগ গতকাল ল্যাজারাস গ্রুপের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে। ধারণা করা হয়, এই প্রতিষ্ঠানটি বেশ বড় আকারের এবং এটি উত্তর কোরিয়া সরকারের পক্ষে কাজ করে। এক্সি ইনফিনিটি হ্যাকের ঘটনায় যে অ্যাকাউন্টের মাধ্যমে ক্রিপ্টোকারেন্সি ক্যাশ আউট করা হয়েছে, সে অ্যাকাউন্ট বা ওয়ালেটটিকে নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে।

পশ্চিমের বিভিন্ন গণমাধ্যমের দাবি, উত্তর কোরিয়া সরকারের রাজস্ব আয়ের একটি গুরুত্বপূর্ণ উপায় হ্যাকিং। জাতিসংঘের প্যানেল ও নিরপেক্ষ সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, দেশটির নেতা কিম জং উন বেশ কয়েক বছর ধরে পারমাণবিক অস্ত্র তৈরির দিকে নজর দিয়েছেন, যার অর্থায়নের একটি মূল উৎস হতে পারে হ্যাকিং।

গত মাসে আবারো আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করেছে উত্তর কোরিয়া। এর ৪ বছর আগে দেশটি এ ধরনের পরীক্ষা চালিয়েছিল।

চেইনএনালাইসিস নামের একটি ডিজিটাল মুদ্রার লেনদেন নিরীক্ষাকারী প্রতিষ্ঠান জানিয়েছে, ল্যাজারাস গ্রুপ সাম্প্রতিক বছরগুলোতে প্রায় ১ দশমিক ৭৫ বিলিয়ন ডলার মূল্যমানের ক্রিপ্টোকারেন্সি চুরি করেছে।

ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে সাইবার নিরাপত্তা বিশ্লেষকদের মনোযোগ রুশ হ্যাকিং দলগুলোর দিকে বেশি ছিল। তবে তারা সন্দেহ করেছেন, এ সময় উত্তর কোরিয়ার হ্যাকাররাও বসে থাকেনি।

গত মাসে গুগলের গবেষকরা মার্কিন গণমাধ্যম, তথ্যপ্রযুক্তি, ক্রিপ্টোকারেন্সি ও আর্থিক প্রযুক্তি খাতের কিছু সংগঠনের বিরুদ্ধে উত্তর কোরীয় হ্যাকারদের দুটি হ্যাকিং প্রচেষ্টার বিষয়ে তথ্য প্রকাশ করেছে।