ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রীর বাড়িতে ইরানের গুপ্তচর

By স্টার অনলাইন ডেস্ক
19 November 2021, 07:31 AM

ইরানকে প্রধান শত্রু হিসেবে বিবেচনা করে ইসরায়েল। সেই শত্রু রাষ্ট্রের গুপ্তচর ঢুকেছে দেশটির প্রতিরক্ষামন্ত্রীর বাড়িতে।

গতকাল বৃহস্পতিবার বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

রয়টার্সে প্রকাশিত এ সংক্রান্ত এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী বেনি গানৎজ'র গৃহপরিচারকদের একজনকে 'ইরানের হয়ে কাজ করার' অপরাধে অভিযুক্ত করা হয়েছে।

এ বিষয়ে ইসরায়েলের জাতীয় নিরাপত্তা সংস্থা শিন বেত'র বার্তায় বলা হয়েছে, অভিযুক্ত ব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে 'ইরানের সঙ্গে পরিচিত এক ব্যক্তির' সঙ্গে যোগাযোগ করেছেন। তিনি যে প্রতিরক্ষামন্ত্রীর বাড়িতে আছেন এর প্রমাণ হিসেবে ওই ব্যক্তির কাছে ছবি পাঠিয়েছেন এবং প্রতিরক্ষামন্ত্রীর কম্পিউটারে ম্যালওয়ার ইনস্টল করার প্রস্তাব দিয়েছেন।

বার্তায় আরও বলা হয়, অভিযুক্ত ব্যক্তি প্রতিরক্ষামন্ত্রী গানৎজ'র বাড়ি পরিষ্কারের কাজ করতেন। তার বিরুদ্ধে আদালত গোয়েন্দা কার্যক্রম চালানোর অভিযোগ এনেছে।

তদন্ত শেষে তাকে চলতি মাসের প্রথমদিকে গ্রেপ্তার করা হয়।

ইসরায়েলের পাবলিক ডিফেন্ডারস অফিস গণমাধ্যমকে জানিয়েছে, অভিযুক্ত ব্যক্তি 'আর্থিক কারণে' এ কাজ করেছেন। তবে জাতীয় নিরাপত্তার ক্ষতি করার ইচ্ছা তার ছিল না।

অভিযুক্ত ব্যক্তির আইনজীবী গ্যাল ওলফও একই কথা জানিয়ে গণমাধ্যমকে বলেছেন, 'শিন বেত'র বার্তায় বাস্তবতার ছাপ নেই'।