আবারও পারমাণবিক চুল্লি চালু করেছে উত্তর কোরিয়া: জাতিসংঘ

By স্টার অনলাইন ডেস্ক
30 August 2021, 06:14 AM

উত্তর কোরিয়া ইয়ংবিয়নের পারমাণবিক চুল্লি আবারও চালু করেছে বলে ধারণা করছে জাতিসংঘ।

জাতিসংঘের পরমাণু সংস্থার এক প্রতিবেদনে এ তথ্য উল্লেখ করা হয়েছে বলে বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে।

ওই চুল্লি কমপ্লেক্সে পারমাণবিক অস্ত্রে ব্যবহৃত প্লুটোনিয়াম উৎপাদিত হয় বলে মনে করা হয়।

বিবিসি জানায়, ২০০৯ সালে পিয়ংইয়ং আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থাকে (আইএইএ) বহিষ্কার করে। কিন্তু, সংস্থাটি স্যাটেলাইট চিত্রের মাধ্যমে দেশটির ওপর নজর রেখে থাকে।

পর্যবেক্ষক সংস্থাটি জানিয়েছে, ইয়ংবিয়নের পারমাণবিক চুল্লিটি জুলাই মাস থেকে ঠান্ডা পানি নিষ্কাশন করছে। এর অর্থ এটি চালু আছে।

পাঁচ মেগাওয়াটের চুল্লির পারমাণবিক কমপ্লেক্স ইয়ংবিয়ন উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচির কেন্দ্রে রয়েছে। আইএইএর মতে, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিঙ্গাপুরে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে দেখা করার কয়েক মাস পর, ২০১৮ সালের ডিসেম্বরের পর এবারই প্রথম চুল্লিটি ফের চালু করার আভাস পাওয়া গেল।

এ ছাড়া, আইএইএ একই কমপ্লেক্সে থাকা একটি রেডিওকেমিক্যাল ল্যাবরেটরির বিষয়েও জানিয়েছে। এই ল্যাবে পারমাণবিক জ্বালানি পুন:প্রক্রিয়াজাত করা হয়। সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, ল্যাবরেটরিটি চলতি বছরের জুলাই পর্যন্ত পাঁচ মাস ধরে কাজ করে আসছে।

আইএইএ বলছে, চুল্লি ও ল্যাবরেটরি চালু থাকার বিষয়টি 'গভীর উদ্বেগজনক' এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাবের স্পষ্ট লঙ্ঘন।