আফগানিস্তানের পরিস্থিতি সংকটপূর্ণ ও উদ্বেগজনক: পুতিন
আফগানিস্তানের পরিস্থিতিকে সংকটপূর্ণ ও উদ্বেগজনক বলে উল্লেখ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
রাশিয়ার সংবাদ সংস্থা তাসের বরাত দিয়ে টোলোনিউজ এ তথ্য জানিয়েছে।
গতকাল মঙ্গলবার ক্ষমতাসীন ইউনাইটেড রাশিয়ার এক সভায় পুতিন বলেন, 'বর্তমানে আফগানিস্তানের পরিস্থিতি কতটা সংকটপূর্ণ ও উদ্বেগজনক তা আমরা জানি। আমরা এ পরিস্থিতির দিকে কড়া নজর রাখছি এবং আমাদের যৌথ নিরাপত্তা চুক্তি সংস্থার (সিএসটিও) মিত্রদের সক্রিয়ভাবে সহযোগিতা করছি।'
তিনি আরও বলেন, 'স্বাভাবিকভাবেই, আমরা আফগানিস্তানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করব না। আমাদের সশস্ত্র বাহিনীও কোনো সংঘাতে জড়াবে না। আমি মনে করি, আফগানিস্তানে সব পক্ষগুলো এখন একে অপরের সঙ্গে সংঘাতে লিপ্ত আছে।'
আফগানিস্তানে সংঘাত শুরু হওয়ার পর কয়েক দশক পেরিয়ে যাওয়ার কথা স্মরণ করিয়ে দিয়ে পুতিন বলেন, 'ওই দেশে সাবেক সোভিয়েত ইউনিয়নের নিজস্ব অভিজ্ঞতা আছে। সেখান থেকে আমরা শিক্ষা নিয়েছি।'