আফগানিস্তানের নিমরোজ প্রদেশের রাজধানী তালেবানের দখলে

By স্টার অনলাইন ডেস্ক
6 August 2021, 19:06 PM

আফগানিস্তানের নিমরোজ প্রদেশের রাজধানী জারাঞ্জ শহর দখলে নিয়েছে তালেবান। বাইডেন প্রশাসন দেশটি থেকে মার্কিন সেনা পুরোপুরি প্রত্যাহারের ঘোষণার পর প্রথম কোনো প্রাদেশিক রাজধানী দখলে নিয়েছে তালেবানরা।

আজ শুক্রবার জারাঞ্জ শহর তালেবানদের দখলে যাওয়ার বিষয়টি জানিয়েছে আফগানিস্তানের সংবাদমাধ্যম টোলো নিউজ।

সংবাদমাধ্যমটি জানিয়েছেম, বৃহস্পতিবার রাতে তালেবানরা প্রাদেশিক রাজধানীতে হামলা চালায়। তাদের আক্রমণে শহরের শত শত বাসিন্দা ইরানের সীমান্তের দিকে যায়।

শহরের বিভিন্ন অংশে সরকারি সম্পদ জব্দ করা হয়েছে বলেও খবর পাওয়া গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, নিমরোজের কনক জেলা দখলের পর তালেবানরা কমপক্ষে ৩০ জন সেনাকে নির্মমভাবে হত্যা করেছে।

তবে, তালেবানরা এই অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছে- এসব সেনা সংঘর্ষের সময় নিহত হয়েছেন।

নিমরোজের এক বাসিন্দা বলেন, নারী ও শিশুসহ সবাই সীমান্তে ভিড় করে। তারা সীমান্ত পেরিয়ে ইরানে যাওয়ার চেষ্টা করে।

নিমরোজের একটি ভিডিওতে দেখা যাচ্ছে, সরকারি বাহিনীর বেশ কয়েকটি মরদেহ মাটিতে পড়ে আছে। তাদেরকে নির্মমভাবে হত্যা করা হয়েছে বলে জানা গেছে।

মানবাধিকার সংগঠনের প্রধান লাল গুল লাল বলেন, 'আন্তর্জাতিক আইনের ভিত্তিতে এটিকে যুদ্ধাপরাধ হিসেবে গণ্য করা হয়, এটি ইসলামিক নীতিরও পরিপন্থী।'

নিমরোজের পাঁচটি জেলা আছে। এরমধ্যে তিনটি বর্তমানে সম্পূর্ণভাবে তালেবানের নিয়ন্ত্রণে।