অনাস্থা ভোটের আগে ইমরান খানের জন্য বড় দুঃসংবাদ

By স্টার অনলাইন রিপোর্ট
30 March 2022, 15:27 PM
UPDATED 30 March 2022, 21:32 PM

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে পার্লামেন্টে অনাস্থা ভোটের আগে বিরোধী শিবিরে যোগ দিয়েছে মুত্তাহিদা কওমি মুভমেন্ট-পাকিস্তান (এমকিউএম-পি)। এই দলটি ইমরান খানের পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের নেতৃত্বাধীন জোট সরকারের প্রধান শরিক ছিল। পার্লামেন্টে দলটির ৭টি আসন আছে।

এমকিউএম-পি আজ বুধবার আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দিয়েছে বলে পাকিস্তানি সংবাদমাধ্যম ডনের প্রতিবেদনে বলা হয়েছে।

এমকিউএম-পির আহ্বায়ক খালিদ মকবুল সিদ্দিকি ইসলামাবাদে বিরোধী দলের নেতাদের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন।

ডন জানায়, এমকিউএম-পি বিরোধী শিবিরে যোগ দেওয়ায় ইমরান খান পার্লামেন্টে তার সংখ্যাগরিষ্ঠতা হারাবেন। আগামী ৩ এপ্রিল সম্ভাব্য অনাস্থা ভোট পর্যন্ত পরিস্থিতি একই থাকলে তাকে হয়তো প্রধানমন্ত্রীর পদ হারাতে হবে।

খালিদ মকবুল সিদ্দিকি বলেন, আমরা এক ঐতিহাসিক মুহূর্তে সমবেত হয়েছি। আমাদের সামনে এমন একটি পরীক্ষা যার মাধ্যমে জাতীয় নেতৃত্বকে পাস করাতে হবে। আজ সাধারণ মানুষের ইচ্ছা পূরণ হয়েছে। আমি আশা করি, এবার আমরা গণতন্ত্রের জন্য সংগ্রাম করতে পারব। যার প্রভাব পাকিস্তানের সাধারণ মানুষের কাছে পৌঁছাবে।

তিনি আরও বলেন, আমরা ব্যক্তিগত স্বার্থের চেয়ে পাকিস্তানের স্বার্থকে অগ্রাধিকার দিয়েছি।

মকবুলের এই ঘোষণার পর জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা শাহবাজ শরিফ বলেন, পাকিস্তানের ইতিহাসে আজ একটি গুরুত্বপূর্ণ দিন। কারণ বিরোধী দল এক হয়েছে এবং আমাদের লক্ষ্য জাতীয় ঐক্য।

কার দখলে কত আসন

ক্ষমতাসীন জোট: পিটিআই: ১৫৫, পিএমএল-কিউ: ৪, জিডিএ: ৩, এএমএল: ১, বিএপি: ১। মোট: ১৬৪। অর্থাৎ এই মুহূর্তে ইমরান খানের পক্ষে আছেন ১৬৪ জন এমপি। (সূত্র: জিও টিভি)

বিরোধী জোট: পিএমএল-এন: ৮৪, পিপিপি: ৫৬, এমএমএ: ১৪, বিএপি: ৪, বিএনপি-এম: ৪, স্বতন্ত্র: ৪, এএনপি: ১, জেডিব্লিউপি: ১, জেআই: ১, এমকিউএম-পি: ৭, পিএমএল-কি: ১। মোট: ১৭৭। অর্থাৎ বিরোধী পক্ষে আছেন ১৭৭ জন এমপি। (সূত্র: জিও টিভি)

পাকিস্তানের সংবিধান অনুযায়ী, অনাস্থা ভোটে সরকারের পতন ঘটাতে পার্লামেন্টে ১৭২ ভোটের প্রয়োজন হয়। এমকিউএম-পি ইমরানের জোট থেকে বেরিয়ে যাওয়ায় তার বিপক্ষে ১৭২ ভোট পড়ার সম্ভাবনা আরও জোরালো হলো।