ক্যামেরাকে ভীষণ মিস করেছি: সুমাইয়া শিমু

শাহ আলম সাজু
শাহ আলম সাজু
28 July 2021, 08:10 AM

টেলিভিশন নাটকের প্রিয় মুখ সুমাইয়া শিমু। ২০ বছরেরও বেশি সময় ধরে অভিনয় করছেন তিনি। অভিনয়ের পাশাপাশি মডেলিংও করেন শিমু।

মাঝে বেশ কিছু দিন নাটক থেকে দূরে ছিলেন সুমাইয়া শিমু। সেই দূরত্ব ঘুচিয়েছেন এবারের ঈদুল আযহায় 'লাইফ লাইন' নামের একটি নাটক দিয়ে।

sumaia_0.jpg
সুমাইয়া শিমু। ছবি: স্টার

টানা তিন বছর পর অভিনয়ে ফিরলেন। এই দূরত্বের বিশেষ কোনো কারণ ছিল কি?

না, বিশেষ কোনো কারণ ছিল না। করোনায় মাঝে অনেকদিন কেটে গেছে। তাছাড়া ভালো কোনো কাজের অফারও আসছিল না। সব ধরণের নাটক করতেও চাইনি। আবার অনেকে ভেবেছেন আমি বুঝি বিদেশে চলে গেছি। সব মিলিয়েই নাটক থেকে গ্যাপটা পড়েছিল।

shimu_4.jpg
সুমাইয়া শিমু। ছবি: স্টার

নতুন করে অভিনয়ে ফেরার আনন্দটা কেমন ছিল?

অনেক ভালো লাগছে। এতদিন পর ক্যামেরার সামনে দাঁড়িয়ে মনেই হয়নি তিন বছর ক্যামেরার সামনে ছিলাম না। মনে হচ্ছিল চেনা জায়গায় আগের মতোই কাজ করছি। সবাই চেনা মানুষ, সবাই একই ভুবনের মানুষ। তার জন্যই আনন্দটা বেশি কাজ করেছে।

sumaiya_shimu1.jpg
সুমাইয়া শিমু। ছবি: স্টার

লাইট, ক্যামেরা, অ্যাকশন—শব্দগুলোকে কতটা মিস করেছেন?

ক্যামেরাকে ভীষণ মিস করেছি। সত্যি কথা বলতে, এতদিনের ভালোবাসার জায়গাটাকে মিস না করে উপায় নেই। এটা তো আমার সবচেয়ে বেশি ভালোবাসার জায়গা।

shimu.jpg
সুমাইয়া শিমু। ছবি: স্টার

এখন থেকে নিয়মিত কাজ করার ইচ্ছে আছে কি?

নিয়মিত কাজ করতে চাই। অবশ্য তার জন্য সবার সহযোগিতা প্রয়োজন। তবে, এটাও সত্য যে আগের মতো সারা মাস কাজ করব না। বেছে এবং মনের মতো হলেই কাজ করব।

shimu_7.jpg
সুমাইয়া শিমু। ছবি: স্টার

বাসায় সময় কাটান কিভাবে?

কখনও বই পড়ে, কখনও টিভি দেখে। তবে বেশিরভাগ সময় কাটাই গাছের পরিচর্যা করি। প্রচুর গাছ কিনি, গাছের সঙ্গে সময় কাটাই। এই কাজটি কয়েক বছর ধরেই করছি।