নারায়ণগঞ্জে ১১ ইটভাটাকে ৫৫ লাখ টাকা জরিমানা, বন্ধের নির্দেশ

By নিজস্ব সংবাদদাতা, নারায়ণগঞ্জ
2 February 2022, 05:20 AM

পরিবেশগত হালনাগাদ ছাড়পত্র ও ইট পোড়ানো লাইসেন্স না থাকা এবং শিক্ষা প্রতিষ্ঠানের এক কিলোমিটার দূরত্বের মধ্যে হওয়ায় নারায়ণগঞ্জের ১১টি ইটভাটাকে ৫৫ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। 

বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জ কার্যালয়ের উপপরিচালক মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানান। 

একইসঙ্গে ইটভাটাগুলো বন্ধ করে দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে তিনি জানান, 'পরিবেশ অধিদপ্তর সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদের নেতৃত্বে একটি দল সদর উপজেলার পূর্ব গোপালনগর ও ধর্মগঞ্জ এলাকায় ১১টি ইটভাটায় দিনব্যাপী ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে। এসময় প্রতিটি প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা করে জরিমানা করা হয়। ওই টাকা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। একইসঙ্গে ইটভাটাগুলোর কার্যক্রম বন্ধ করার নির্দেশনা প্রদান করা হয়েছে।'

তিনি জানান, 'ইটভাটাগুলো চালানোর জন্য হালনাগাদ পরিবেশগত ছাড়পত্র ও ইট পোড়ানো লাইসেন্স ছিল না। ইটভাটাগুলো শিক্ষা প্রতিষ্ঠানের এক কিলোমিটার দূরত্বের মধ্যে অবস্থিত। ইট তৈরি ও ভাটা স্থাপন আইনের ধারা লংঘনের কারণে ভাটাগুলোকে জরিমানা করা হয়। পরিবেশ সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।'

ইটভাটাগুলো হলো মেসার্স খাদিজা ব্রিকস, মেসার্স নজরুল ব্রিকস ম্যানুফ্যাকচারার, এএসবি ব্রিকস, মেসার্স বোখারী ব্রিকস, মেসার্স এসএস ব্রিকস, এএনএস ব্রিকস, মেসার্স চিস্তিয়া সাবেরিয়া ব্রিকস, মেসার্স এনবিএম ব্রিকস, মেসার্স আজাদ এন্টারপ্রাইজ, মেসার্স নিজাম উদ্দীন ব্রিকস ও মেসার্স তাজ ব্রিকস।