দক্ষিণ এশিয়ার প্রথম স্প্রিন্টার হিসেবে শ্রীলঙ্কার ইউপুনের ইতিহাস

By স্পোর্টস ডেস্ক
3 July 2022, 15:40 PM
UPDATED 3 July 2022, 21:51 PM

১০ সেকেন্ডের কম সময়ে ১০০ মিটার দৌড় শেষ করে ইতিহাস গড়লেন শ্রীলঙ্কার ইউপুন আবেকুন। দক্ষিণ এশিয়ার প্রথম স্প্রিন্টার হিসেবে এই রেকর্ড গড়লেন ২৭ বছর বয়সী অ্যাথলেট।

রোববার সুইজারল্যান্ডের রেসিসপ্রিন্ট ইন্টারন্যাশনালে ৯.৯৬ সেকেন্ড নিয়ে দৌড় শেষ করেন ইউপুন। ৯.৯৯ সেকেন্ডে দৌড় শেষ করা কিউবার মিনা রেনিয়ারকে পেছনে ফেলে সেরার পুরস্কার জেতেন তিনি।

১৬৭তম স্প্রিন্টার হিসেবে ১০ সেকেন্ডের কম সময়ে ১০০ মিটার দৌড় শেষ করেন ইউপুন। গোটা এশিয়ায় তার চেয়ে কম সময়ে ১০০ মিটার দৌড়ানোর কীর্তি আছে আর মাত্র তিন জনের।

শ্রীলঙ্কার প্রতিনিধিত্ব করলেও ইউপুন বসবাস করেন ইতালিতে। গত মে মাসে ১০.০৬ সেকেন্ডে ১০০ মিটার দৌড় শেষ করে জাতীয় রেকর্ডের পাশাপাশি দক্ষিণ এশিয়া অঞ্চলের রেকর্ডও গড়েছিলেন তিনি।

১০ সেকেন্ডের কমে ১০০ মিটার দৌড় শেষ করা স্প্রিন্টারদের নিয়ে গড়া তালিকায় এতদিন ছিল ৩১ দেশের নাম। ইউপুনের অবিস্মরণীয় নৈপুণ্যে সেখানে ৩২তম দেশ হিসেবে যুক্ত হয়েছে শ্রীলঙ্কা।